কুঙ্কুম
বানান বিশ্লেষণ: ক্+উ+ঙ্+ক্+উ+ম্+অ
উচ্চারণ:  kuŋ.kum  
(কুঙ.কুম)
   
শব্দ-উৎস: 
সংস্কৃত  
কুঙ্কুম> 
বাংলা কুঙ্কুম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  √
		কুন্ক্ 
(পাওয়া) + 
উম
=কুঙ্কুম 
পদ : 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {প্রজনন 
অঙ্গ |
উদ্ভিদাঙ্গ |
উদ্ভিদাংশ 
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
এককঅংশ 
| 
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক 
সত্তা | 
সত্তা | }
অর্থ: Crocus sativus
 
গাছের সুগন্ধী ফুলের 
 গর্ভমূণ্ডের আঁশ থেকে উৎপন্ন রঙ লালচে-হলুদ রঙের গুঁড়ো। 
সমার্থক শব্দাবলি:
কুঙ্কুম, 
	 জাফরান  
[বিস্তারিত:  
	 জাফরান]
 সূত্র: 
	- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য 
	অকাদেমী। ২০০১। 
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। 
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন 
	দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
-  সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র মিত্র।