উদ্ভিদাঙ্গ
উদ্ভিদের অঙ্গ হিসেবে বিবেচিত হয়, উদ্ভিদের এমন অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা {উদ্ভিদাঙ্গ | উদ্ভিদাংশ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
plant organ
ব্যাখ্যা: কোনো উদ্ভিদের যে কোন অংশ। যেমন− উদ্ভিদের উপরের অংশ, মাটির নিচের অংশ। এই জাতীয় অংশের ভিতর থেকে সুনির্দিষ্টভাবে কিছু অংশকে অঙ্গ বিবেচনা করা হয়। এই বিচারে এই সুনির্দিষ্ট অংশকে বলা হয়- উদ্ভিদাঙ্গ। যেমন- কাণ্ড, মূল ইত্যাদি।