সতুষ
বানান বিশ্লেষণ: +ত্+উ+ষ্+অ

উচ্চারণ: [.] [ʃɔ.uʃ]

শ.তুশ্ [শ্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। তু ধ্বনি ষ-এর সাথে যুক্ত হয়ে একাক্ষর তুশ্ ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: সংস্কৃত सतुष (সতু)>বাংলা তুষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:
যা তুষমুক্ত নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্ডিত,
আঁকাড়া, সতুষ।
উদাহরণ: অকণ্ডিত চাল।
বিপরীতার্থক শব্দ: কাঁড়া [ভাবার্থে]


সূত্র :