স্কন্ধী [স্কোন্.ধি] [skon.d̪ʰi]
সংস্কৃত स्कन्धी (স্কন্ধী)>বাংলা স্কন্ধী
স্কন্ধ {
ক (মস্তক) + ধা (ধারণ করা) + অ (ক), কর্তৃবাচ্য অথবা স্কন্দ্ (গমন করা, আরোহণ করা) +অ (ঘঞ্), কর্মবাচ্য, নিপাতিত।} + ইন্ (ইনি)
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, পুরুষবাচক}
অর্থ : প্রশস্ত স্কন্ধবান এমন।
সমার্থক শব্দাবলি :
অংশল, অংসল [সমার্থক শব্দাবলি দেখুন : অংসল]
ইংরেজি :
bull-necked