ত্বরিতে
বানান বিশ্লেষণ : ত্+ব্+র্+ই+ ত্+এ
উচ্চারণ:
o.ri.e. (তো.রি.তে)

ত্ব =তো (শব্দের আদিতে ত্ব থাকলে তা 'ত'- হিসেবে উচ্চারিত হয়।)
রি. =রি ( ইকার-যুক্ত র্ ধ্বনি একাক্ষর রি উৎপন্ন করে।

তে=একারযুক্ত ত্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর তে ধ্বনিতে পরিণত হয়।)

শব্দ-উৎস: সংস্কৃত ्वरित  (ত্বরিত)>বাংলা ত্বরিত>ত্বরিত>এ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ত্বরিত {ত্বরা {
Ö ত্বর্ (দ্রুত) +অ (অঙ)+আ (টাপ্)}+ইত (ইতচ্)}+এ

পদ : অব্যয়
        বা

        বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ
(সময়বাচক)}
অর্থ : কালক্ষেপণ না করে বলা বা ইচ্ছা হওয়ার সাথে সাথে।

সমার্থক শব্দাবলি: অইমনি, অনতিবিলম্বে, অবিলম্বে, অগৌণ, অচিরকাল, অচির, আশ, ক্ষণিকে, চকিতে, ঝট করে, ঝটিৎঝটিতি, ঝটিতে, তক্ষনি, তক্ষুনি, তখনই, তখনি, তৎকাল, তৎক্ষণাৎ, ত্বরিতে, নিমেষে, মুহূর্তে, লহমায়, সেই সময়েই।

ইংরেজি: instantly