অইমনি
বানান বিশ্লেষণ : অ+ই+ ম্+অ+ন্+ই
উচ্চারণ:
oi.mo.ni
(ওই.মো.নি)
শব্দ-উৎস :
সংস্কৃত অমনি>
বাংলা অইমনি
পদ:
অব্যয়
বা
বিশেষণ
অর্থ: কালক্ষেপণ না করে বলা বা ইচ্ছা হওয়ার সাথে সাথে।
সমার্থক শব্দাবলি :
অইমনি,
অনতিবিলম্বে,
অবিলম্বে,
অগৌণে,
অচিরকালে,
অচিরে,
আশু,
ক্ষণিকে,
চকিতে, ঝট করে,
ঝটিৎ,
ঝটিতি
ঝটিতে,
তক্ষনি,
তক্ষুনি,
তখনই,
তখনি,
তৎকালে,
তৎক্ষণাৎ,
ত্বরিতে,
নিমেষে,
মুহূর্তে,
লহমায়, সেই সময়েই।
ইংরেজি:
instantly
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
পৃষ্ঠা: ২