তৎকালে
বানান বিশ্লেষণ: ত্+অ+ৎ+ক্+আ+ল্+এ
উচ্চারণ: ɔ.ka.le (তৎ.কা.ল্)

তৎ=তত্‌  (ত-এর পরে ত্‌ যুক্ত হয়ে তৎ একাক্ষর তৈরি করে)
কা =কা (কা একাক্ষর হবে)

লে=লে (ল্‌-এর সাথে এ ধ্বনি যুক্ত হয়ে লে একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত  तत्काल (তৎকাল)>বাংলা তৎকাল+এ।
পদ: অব্যয়
        বা

        বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ
(সময়বাচক)}
অর্থ: কালক্ষেপণ না করে বলা বা ইচ্ছা হওয়ার সাথে সাথে।
সমার্থক শব্দাবলি : অইমনি,তক্ষনি, তক্ষুনি,
তখনই, তখনি, তৎকালে, তৎক্ষণাৎ, সেই সময়ে।
উদাহরণ: কাজ শেষে তৎকালে ফিরে এসো।
ইংরেজি:
instantly


সূত্র :