তৎক্ষণাৎ
বানান বিশ্লেষণ: ত্+অ+ত্+ক্+ষ্+অ+ণ্+আ+ত্।
উচ্চারণ:
t̪ɔt̪.kʰɔ.nat̪ (তত্‌.খ.নাত্)

তৎ=তত্  (ত-এর সাথে রুদ্ধ ত্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর তৎ ধ্বনি উৎপন্ন করে।)
ক্ষ =খ (বাংলা ধ্বনিতে এই যুক্ত বর্ণটি খ হিসেবে উচ্চারিত হয়।)

ণাৎ=নাৎ। (না ধ্বনির সাথে রুদ্ধ ত একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত तत्क्षणात् (তৎক্ষণাৎ)>বাংলা তৎক্ষণাৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : তৎক্ষণ +আৎ (পঞ্চমী এক বচন)।
পদ : অব্যয়
        বা
       
বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ
(সময়বাচক)}

অর্থ: কালক্ষেপণ না করে কিছু করা বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি
:
অইমনি, তক্ষনি, তক্ষুনি,
তখনই, তখনি, তৎকাল, তৎক্ষণাৎ, সেই সময়েই।
উদাহরণ: তৎক্ষণাৎ উত্তর দিল, তৎক্ষণাৎ কাজটি করে দিল।
ইংরেজি:
at once, immediately, forthwith


সূত্র :