খনি
বানান বিশ্লেষণ: ত্+অ+খ্+অ+ন্+ই
উচ্চারণ: .kʰon.i (ত.খো.নি)

ত=ত  (ত অর্ধ-বিবৃত অ-যুক্ত এবং একাক্ষর)
খ =খ (পরবর্তী নই ধ্বনি দ্বারা প্রভাবিত হয়ে, খ ওকারান্ত হবে)।
নই =নোই (ন ধ্বনি ই ধ্বনির সাথে যুক্ত হয়ে একাক্ষর নই ধ্বনি তৈরি করবে)।

শব্দ-উৎস: সংস্কৃত  तत्फ्षण (তৎক্ষণ)>প্রাকৃত তক্‌খণ>বাংলা তখন+ই।
পদ: অব্যয়
         বা

         বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ (সময়বাচক)}
অর্থ: কালক্ষেপণ না করে বলা বা ইচ্ছা হওয়ার সাথে সাথে।
এই শব্দ দ্বারা 'তখন' শব্দের তীব্রতা প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: অইমনি, তক্ষনি, তক্ষুনি,
তখনই, তখনি, তৎকাল, তৎক্ষণাৎ, সেই সময়েই।
উদাহরণ: গিয়ে তক্ষণি ফিরে এলো।
ইংরেজি:
instantly


সূত্র :