অনতিবিলম্বে
বানান বিশ্লেষণ : +ন্+অ+ত্+ই+ব্+ই+ল্+অ+ম্+ব্+এ।
উচ্চারণ: ɔ.no.i .bi.lɔm.be (অ.নো.তি.বি.লম্. বে)

অ=অ (নঞর্থক অ অর্ধ্ব-বিবৃত হবে)

ন=নো (পরের ধ্বনি ইকারান্ত হওয়া ন্ ধ্বনিটি নো ধ্বনিতে পরিণত হবে)

তি=তি (ইকারযুক্ত ত্ ধ্বনি একাক্ষর তি ধ্বনিতে পরিণত হবে)

বি=বি (ইকারযুক্ত ব্ ধ্বনি একাক্ষর বি ধ্বনিতে পরিণত হবে)
লম্বে=লম্‌.বে (ল ধ্বনির সাথে ম্ব-এর আদ্য ম্ যুক্ত হয়ে একাক্ষর লম্‌ তৈরি করবে। অবশিষ্ট ব্ ধ্বনি একারযুক্ত হয়ে বে ধ্বনি তৈরি করবে)

শব্দ-উৎস: সংস্কৃত नतिवलम्वे অনতিবিলম্ব>বাংলা অনতিবিলম্ব +এ (বাংলা)=অনতিবিলম্বে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন) অতিবিলম্ব/
নঞ্ তৎপুরুষ সমাস+এ
পদ: বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ (সময়বাচক)}
অর্থ:
বিলম্ব না করে বা সময় ব্যয় না করে
সমার্থক শব্দাবলি: অইমনি, অনতিবিলম্বে, অবিলম্বে, তক্ষনি, তক্ষুনি,
তখনই, তখনি, তৎকাল, তৎক্ষণাৎ, সেই সময়েই।
উদাহরণ:
অনতিবিলম্বে তিনি বাড়ি ফিরে এলেন
ইংরেজি:
not long after, without much delay, before long; shortly, soon.


সূত্র :