মুহূর্তে
বানান বিশ্লেষণ : ম্+উ+হ্+ঊ+ র্+ত্+এ
উচ্চারণ : mu.ɦur.
e (মু.হুর্ত.তে)

মু =মু (উকারযুক্ত ম্ ধ্বনি একাক্ষর মু ধ্বনি তৈরি করে)
হূর্তে =হুর্‌ত্.তে ( ঊকারযুক্ত হ্ ধ্বনি রে্ফযুক্ত ত ধ্বনির সাথে সমন্বয় করে। এক্ষেত্রে ত-এর যে দ্বিত্ব ধ্বনি তৈরি হয়, তার প্রথমাংশ র্‌ত্ হু-এর সাথে যুক্ত হয় এবং একাক্ষর হুর্‌ত্ তৈরি করে। অবশিষ্ট ত ধ্বনির সাথে একার যুক্ত হয়ে তে ধ্বনিতে পরিণত হয়।)

শব্দ-উৎস : সংস্কৃত मुहूर्त्त (মুহূর্ত্ত)>বাংলা মুহূর্ত+এ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হুর্চ্ছ (কুটিল) + ত (ক্ত) প্রাথমিকভাবে মু (মুট) আগমে হুর্চ্ছ ক্রিয়ামূলজাত শব্দটির রূপ দাঁড়ায় মুহুর্চ্ছ। একই সাথে হুর্চ্ছ ক্রিয়ামূলের আদিতে ঊ যুক্ত হয়। ফলে শব্দটির রূপ দাঁড়ায় মুহূর্চ্ছ। অন্য দিকে র্চ্ছ লোপ পায় এব ত (ক্ত) বিভক্তির ত যুক্ত হয়। এবং চূড়ান্তভাবে মুহূর্ত শব্দ তৈরি হয়। এই শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়ে 'মুহূর্তে' শব্দ তৈরি করে।
 

পদ : অব্যয়
        বা

        বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ
(সময়বাচক)}
অর্থ : কালক্ষেপণ না করে বলা বা ইচ্ছা হওয়ার সাথে সাথে।
 
সমার্থক শব্দাবলি : অইমনি,
অনতিবিলম্বে, অবিলম্বে, অগৌণ, অচিরকাল, অচির, আশ, ক্ষণিকে, চকিত, ঝট করে, ঝটিৎঝটিতি, ঝটিতে, তক্ষনি, তক্ষুনি, তখনই, তখনি, তৎকাল, তৎক্ষণাৎ, ত্বরিত, নিমেষে, মুহূর্তে, লহমায়, সেই সময়েই।

ইংরেজি : instantly

 


সূত্র :