ত্রপ
বানান্ বিশ্লেষণ: ত্+র+অ+প্+অ
উচ্চারণ: t̪ro.po
(ত্রো.পো)
শব্দ-উৎস:
সংস্কৃত ত্রপ>
বাংলা
ত্রপ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
ত্রপ্
(লজ্জা পাওয়া) +
অ (অঙ)
পদ:
বিশেষ্য
লিঙ্গ:
পুংলিঙ্গ। [স্ত্রীলিঙ্গ: ত্রপা]
অর্থ:
লজ্জিত হওয়ার দশাগত নাম
সমার্থক শব্দাবলী: ত্রপ, ব্রীড়, শরম
পরপদে ত্রপ: হতত্রপ
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।