হতত্রপ

বানান্ বিশ্লেষণ: হ্+অ+ত্+অ- ত্+র+অ+প্+অ
উচ্চারণ:
ɦɔ.t̪ot̪.t̪ro.po  (হ.তোত্.ত্রো.পা)
শব্দ-উৎস: সংস্কৃত হত +ত্রপ > বাংলা হতত্রপ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হত (লুপ্ত) হ‌ইয়াছে ত্রপ (লজ্জা) যাহার= বহুব্রীহি সমাস
পদ:
বিশেষণ
অর্থ:
লজ্জা লোপ পেয়েছে এমন।
সমার্থক শব্দাবলী: নির্লজ্জ, বেশরম বেহায়া
সূত্র: