হত
বানান্ বিশ্লেষণ: হ্+অ+ত্+অ
উচ্চারণ: ɦɔ.t̪o (হ.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত হত>
বাংলা হত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
হন্ (হত্যা করা) +ত
(ক্ত),
কর্মবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ:
কোনো বিশেষ অবস্থার হননের ফলে যে অবস্থান্তর ঘটে। যেমন জীবনের
হনন, গৌরবের হন, সম্মানের হনন ইত্যদি। মরণ অর্থে 'হত' একক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু যুক্ত শব্দের পূর্বে বসে নানা অর্থ প্রকাশ করে। যেমন-
-
হতগৌরব,
হতজীব,
হতভাগ্য,
হতভাগা, হতমান,
হতশ্রী] [নষ্ট,
বিনষ্ট, ধংস, নাশপ্রাপ্ত- অর্থে]
- হতাহত [নিহত, বধপ্রাপ্ত [মৃত -অর্থে]
- হতোদ্যোম [ব্যাহত, বাধাপ্রাপ্ত-অর্থে]
- হতচেতন,
হতবুদ্ধি, হতজ্ঞান, হতবুদ্ধি [সাময়িক লুপ্ত,
বিলুপ্ত- অর্থে]
- হতত্রপ [অভাব-অর্থে]
- হতমূর্খ [মহা, বিরাট- অর্থে
- হতাদর, হতশ্রদ্ধা [ক্ষুণ্ণ হওয়া- অর্থ]
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।