হতচেতন

বানান্ বিশ্লেষণ: হ্+অ+ত্+অ-চ্+এ+ত্+অ+ন্+অ
উচ্চারণ:
ɦɔ.t̪o .cet̪.t̪on (হ.তো.চে.তোন্)
শব্দ-উৎস: সংস্কৃত হত +চেতন > বাংলা হতচেতন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হত চেতন যাহার= বহুব্রীহি সমাস
পদ:
বিশেষণ
অর্থ:
চেতন দশার হনন হয়েছে এমন।
সমার্থক শব্দাবলী: অচেতন, অচৈতন্য, অজ্ঞান, চেতনাশূন্য, লুপ্তসংজ্ঞ, সংজ্ঞাহীন, সংজ্ঞাশূন্য, মূর্ছাগত, মূর্ছিত
সূত্র: