চেতন
বানান বিশ্লেষণ: চ্+এ+ত্+অ+ন্+অ
উচ্চারণ: [
ce.t̪on] [চে.তোন্]
শব্দ-উৎস: সংস্কৃত চেতন> বাংলা চেতন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √ চিৎ (বোধ হওয়া) + অন্ (ল্যুট), ভাববাচ্য

পদ: বিশেষ্য
অর্থ: বোধের উপস্থিতি দশাগত নাম
সমার্থক শব্দাবলি: চেতন, চেতনা, চৈতন্য. সংজ্ঞা, জ্ঞান
পরপদে চেতন: হতচেতন

পদ:
বিশেষণ
অর্থ: বোধযুক্ত আছে এমন
সমার্থক শব্দাবলি:
চৈতন্যযুক্ত, জ্ঞানযুক্ত
 


সূত্র :