হতজ্ঞান

বানান্ বিশ্লেষণ: হ্+অ+ত্+অ- ঞ্+জ্+আ+ন্+অ।
উচ্চারণ:
ɦɔ.t̪og.gæ̃n (হ.তোগ্.গ্যাঁন্))
শব্দ-উৎস: সংস্কৃত হত +জ্ঞান> বাংলা হতজ্ঞান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হত (লুপ্ত) হ‌ইয়াছে জ্ঞান (চেতনা) যাহার= বহুব্রীহি সমাস

পদ:
বিশেষণ
অর্থ:
সাময়িকভাবে চেতনা লোপ পেয়েছে এমন।
সমার্থক শব্দাবলী: গতচেতন, জ্ঞানশূন্য, জ্ঞানহারা, হতজ্ঞান সংজ্ঞাহীন
সূত্র: