জ্ঞান
বানান বিশ্লেষণ: ঞ্+জ্+আ+ন্+অ।
উচ্চারণ:
gæ̃n (গ্যাঁন্)
শব্দ-উৎস: সংস্কৃত জ্ঞান> বাংলা জ্ঞান
সংস্কৃত জ্ঞান>বাংলা জ্ঞান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জ্ঞা (জানা) + অন্ (ল্যুট) ভাববাচ্য। ক্লীবলিঙ্গ ।
পদ : বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা }
অর্থ:
১.১ জ্ঞান (দর্শন): মানুষ ইন্দ্রিয় দ্বারা যে সকল অনুভূতি লাভ করে, তার বৈশিষ্ট্যসমূহ মন দ্বারা শনাক্ত হয়। এই অনুভূতি থেকে জ্ঞানের উদ্ভব ঘটে। অনুভূতিগুলো প্রাথমিকভাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞ (জানা)-এর জন্ম দেয়, তাকে বলা হয় অভিজ্ঞা। আর একাধিক অভিজ্ঞার সূত্রে উৎপন্ন হয় জ্ঞান। [বিস্তারিত দেখুন:জ্ঞান (দর্শন)]
সমার্থক শব্দাবলি: অকল, আক্কল, আক্কেল, জ্ঞান।

১.২.সাধারণ ধারণা অর্থে:  সাধারণভাবে কোনো বিষয়ের ধারণা উপলব্ধিকে জ্ঞান বলা হয়।
সমার্থক শব্দাবলি: উপলব্ধি, বোধ, চেতনা, ধারণা।
উদাহরণ: আমার এই বিষয়ে ভালমন্দ কোন জ্ঞানই নাই

১.৩. অভিজ্ঞতালব্ধ জ্ঞান: ক্রমাগত চর্চা এবং বা অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে উঠা ধারণা।
সমার্থক শব্দাবলি: অভিজ্ঞতা, পূর্বজ্ঞান।
উদাহরণ: তার ব্যবসায়ীক জ্ঞান খুবই কম।

১.৪.বিশেষজ্ঞান: কোনো বিষয়ে বিশেষভাবে অর্জিত জ্ঞানের সার্বিক গুণের বিচারে সৃষ্ট ধারণা। এই বিচারে পাণ্ডিত্য অর্থে জ্ঞান শব্দ ব্যবহার করা হয়।
উদাহরণ: তাঁর অঙ্কের জ্ঞান সর্বজনবিদিত।

১.৫. গভীর জ্ঞান: গভীরভাবে জ্ঞাত হয়েছে এমন ধারণা ভিত্তিক জ্ঞান। এই জ্ঞানের সৃষ্টি হয় প্রজ্ঞা এবং অভিজ্ঞতার সমন্বয়ে। এই জ্ঞানের সাথে যুক্ত থাকে বিচার-বুদ্ধিগত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের পারঙ্গমতা।
সমার্থক শব্দ: প্রতীতি, বুদ্ধি, বুদ্ধিমত্তা, ধী, ধীশক্তি, ধীগুণ
উদাহরণ: তাঁর জ্ঞানের গভীরতা প্রশংসনীয়

১.৬.তত্ত্বগত জ্ঞান: কোনো বিষয়ের উপদেশ বা মৌলিক ধারণাজাত জ্ঞান।
সমার্থক শব্দাবলি: তত্ত্ব-উপদেশ,তত্ত্বজ্ঞান
উদাহরণ: অবসর গ্রহণের পর তাঁর প্রধান কাজ হয়েছে জ্ঞান বিতরণ করা।

১.৭.সাধারণভাবে যে কোনো শিক্ষা প্রদানের কার্যক্রম।
সমার্থক শব্দাবলি: শিক্ষা, বিদ্যা।
উদাহরণ:জ্ঞান বিতরণে জ্ঞান বাড়ে।
২. ঊর্ধ্বক্রমবাচকতা { চৈতন্য | সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা }
অর্থ: নিদ্রাহীন অবস্থায় মানুষ যে চৈতন্য দশায় অতিবাহিত করে তাকে বাংলাতে জ্ঞান হিসেবে উল্লেখ করা হয়।
সমার্থক শব্দবলি: সংজ্ঞা, চেতনা
উদাহরণ: অত্যধিক গরমে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল
        
পদান্তর: জ্ঞানী, জ্ঞানিনী (বিশেষণ)
বিপরীত: অজ্ঞান, জ্ঞানহীনতা, অজ্ঞানতা। [বোধবুদ্ধিহীন অর্থে]
             অজ্ঞান [চেতনাহীন অর্থে]।

উপসর্গজাত শব্দ: অজ্ঞান, অজ্ঞানতা, প্রজ্ঞান, বিজ্ঞান।

প্রত্যয়জাত শব্দ: জ্ঞানত, জ্ঞানিনী, জ্ঞানী, জ্ঞানবতী, জ্ঞানবান, জ্ঞানময়।

সূত্র: