অকল
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+অ
উচ্চারণ:
a.kɔl (অ.কল্)
শব্দ-উৎস: আরবি আকল> বাংলা আক্কল> অকল
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: মানুষ ইন্দ্রিয় দ্বারা যে সকল অনুভূতি লাভ করে, তার বৈশিষ্ট্যসমূহ মন দ্বারা শনাক্ত হয়। এই অনুভূতি থেকে জ্ঞানের উদ্ভব ঘটে। অনুভূতিগুলো প্রাথমিকভাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞ (জানা)-এর জন্ম দেয়, তাকে বলা হয় অভিজ্ঞা। আর একাধিক অভিজ্ঞার সূত্রে উৎপন্ন হয় জ্ঞান।
সমার্থক শব্দাবলি: অকল, আক্কল, আক্কেল, জ্ঞান
ইংরেজি: wisdom; knowledge