উপকণ্ঠ
বানান
বিশ্লেষণ:
উ+প্+অ+ক্+অ+ণ্+ঠ্+অ।
উচ্চারণ:
u.po.kɔn.ʈʰo
(উ.পো.কন্.ঠো)
শব্দ-উৎস:
সংস্কৃত
उपकण्ठ
(উপকণ্ঠ)>বাংলা
উপকণ্ঠ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
উপ (উপসর্গ)-কর {কণ্ঠ {√কণ্ (শব্দ করা) +ঠ, কর্তৃবাচ্য}
কণ্ঠকে উপগত/প্রাদি
সমাস
পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
অঞ্চলাংশ
|
এলাকা
|
ভূস্থান
|
অবস্থান
|
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|
}
অর্থ:
কোনো অঞ্চলের প্রান্তীয় অংশের সাথে যুক্ত
এলাকা, যা ওই অঞ্চলের নিকটবর্তী অর্থকে বিশেষভাবে প্রকাশ করে। যেমন- গ্রামান্ত,
নগরান্ত।
ইংরেজি: outskirts
২.
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক}
অর্থ:
কোনো কিছুর কাছে অর্থে উপকণ্ঠ বা নিকট।
সমার্থক শব্দাবলি: অন্তিক, উপকণ্ঠ, নিকট।
উপগত কণ্ঠ (সামীপ্য
বিভক্তি হিসেবে)/ অব্যয়ীভাব
সমাস
পদ:
অব্যয়
অর্থ:
কোনো কিছুর প্রান্তদেশীয় অবস্থান অর্থে-
কণ্ঠসমীপ বা উপকণ্ঠ।
সমার্থক শব্দাবলি: উপকণ্ঠ, কণ্ঠসমীপ, অন্তিক।
সূত্র :