যুক্ত
বানান বিশ্লেষণ: য্+উ+ক্+ত্+অ
উচ্চারণ:
ɟuk.t̪o (যুক্.তো)
শব্দ-উৎস: সংস্কৃত যুক্ত> বাংলা যুক্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:যুজ্ (যুক্ত করা, মিশ্রিত করা) +ত (ক্ত), কর্মবাচ্য}
পদ: বিশেষণ
অর্থ: কোনো বিষয়ের সাথে একীভূত হয়ে যাওয়া
সমার্থক শব্দাবলি: আবদ্ধ, বদ্ধ, যুক্ত, যুগবদ্ধ, সম্পৃক্ত, সংশ্লিষ্ট।

যুক্ত শব্দ:
বিপরীত শব্দ: