বালক (পত্রিকা)
জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা। ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে
এই পত্রিকার প্রকাশনা শুরু হয়। এর সম্পাদিকা ছিলেন
জ্ঞানদানন্দিনী
দেবী এবং
কার্যাধ্যক্ষ ছিলেন
রবীন্দ্রনাথ ঠাকুর। এই
পত্রিকা প্রকাশ রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতি গ্রন্থে লিখেছেন - 'বালকদের পাঠ্য একটি
সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজবউঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল। তাঁহার
ইচ্ছা ছিল, সুধীন্দ্র বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা
প্রকাশ করে। কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া. তিনি
সম্পাদক হইয়া আমাকেও রচনার ভার গ্রহণ করিতে বলিলেন।' [বালক, জীবনস্মৃতি]
এই পত্রিকাটি ছিল মাসিক এবং বর্ষিক মূল্য ছিল ২ টাকা। ১২৯৩ বঙ্গাব্দে কার্য্যধ্যক্ষের পদ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অবসর নেন। ফলে জ্ঞানদানন্দিনীর পক্ষে একা পত্রিকা দেখাশোনা অসম্ভব হয়ে উঠেছিল। পরে ভারতী 'র সাথেএই পত্রিকাটির যুক্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুনভাবে প্রকাশিত এই পত্রিকার নামকরণ করা হয় ভারতী ও বালক। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১২৯৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে [১৮৮৬ খ্রিষ্টাব্দ]।
ভারতী ও বালক
ভারতী
'র সাথে বালক পত্রিকার মিলিত হওয়ার পর,
১২৯৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে [১৮৮৬
খ্রিষ্টাব্দ]। দুটো পত্রিকার একত্রিত করার জন্য এর প্রথম সংখ্যা প্রকাশে বিলম্ব
ঘটেছিল। তবে এই নতুন পত্রিকার সম্পাদক কে ছিলেন তা জানা যায় নাই। ধারণ করা যায়
তৎকালীন ভারতী পত্রিকার সম্পাদক
স্বর্ণকুমারী দেবী
এর সম্পাদক ছিলেন।
১৩০০ বঙ্গাব্দে [১৮৯৩ খ্রিষ্টাব্দ] এই পত্রিকা পুনরায় ভারতী ' নামে প্রকাশিত হতে শুরু করে।