বাঙ্গাল
গেজেটি
বাঙালি
সম্পাদকের সম্পাদনায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। এর
সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।
১৮১৮ খ্রিষ্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্য ও
হরচন্দ্র রায় কলকাতার ১৪৫ নম্বর চোরবাগান স্ট্রিটে বাংলা
ভাষায় গ্রন্থাদি প্রকাশের জন্য একটি
মুদ্রণযন্ত্র স্থাপন করেন। এ মুদ্রণযন্ত্রটির নাম ছিল ‘বাঙ্গালা গেজেট প্রেস’। তিনি
হুগলীর শ্রীরামপুর মিশন প্রেসে কম্পোজিটার হিসেবে কাজ শিখে কলকাতায় প্রেস
স্থাপন করেন। এই প্রেস থেকে তিনি 'বাঙ্গালা গেজেটি' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এ দিক থেকে বলা যায়,
গঙ্গাকিশোর
ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি পেশাদার সাংবাদিক, মুদ্রাকর ও প্রকাশক। উল্লেখ্য
এই বছরেই হুগলীর শ্রীরামপুর মিশন প্রেস থেকে
মার্শম্যান-এর সম্পাদনায় বাংলা সাপ্তাহিক
পত্রিকা
'সমাচার দর্পণ'
প্রকাশিত হয়েছিল।
'ওরিয়েন্টাল স্টার' পত্রিকার সূত্রে জানা যায়
বাঙ্গাল গেজেটি ১৮১৮ খ্রিষ্টাব্দের ১৬ই মে তারিখে
পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। কিন্তু এর কোনো
কপি এখন অব্দি পাওয়া যায় নি। ব্রজেন্দ্রনাথ
বন্দ্যোপাধায়ের মতে, এই তারিখ ১৪ই মে থেকে ৯ই
জুলাইয়ের মধ্যে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধায় এ
অনুমান করেছেন গভর্নমেন্ট গেজেটের একটি বিজ্ঞাপন
অনুসরণে। ১৮১৮ খ্রিষ্টাব্দের ১৪ই মে প্রকাশিত গভর্নমেন্ট গেজেটের
একটি বিজ্ঞাপন থেকে এ ধরনের একটি পত্রিকা প্রকাশের
প্রস্তুতি
সম্পর্কে জানা গেছে। আবার ওই বছরের ১লা জুলাই-এর একটি বিজ্ঞাপন থেকে জানা যায় যে, সাপ্তাহিকটি
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দুটি বিজ্ঞাপনই
প্রকাশিত হয়েছিল হরচন্দ্র রায়-এর নামে। তবে ১৮২০
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রকাশিত
‘The Friend of
India’
এবং ১৮৩১ খ্রিষ্টাব্দের ১১ই জুন প্রকাশিত সমাচার দর্পণ
পত্রিকার দুটির প্রতিবেদনে গঙ্গাকিশোর
ভট্টাচার্যকে বাঙ্গাল গেজেটির প্রকাশক এবং সম্পাদক হিসেবে উল্লেখ করা
হয়েছে।
এর
সাধারণ মূল্য ছিল এক টাকা ও সডাক মূল্য ছিল দু'টাকা। পত্রিকাটি এক বছর চলার পর বন্ধ
হয়ে যায়।