বিজলী
বাংলা পত্রিকা। এই
নামে বিভিন্ন সময়ে একাধিক বার পত্রিকা প্রকাশিত হয়েছে।
- ১. বিজলী (মাসিক পত্রিকা)। ১২৯২ খ্রিষ্টাব্দের আষাঢ় মাসে (জুন-জুলাই ১৮৮৫) এর প্রথম
সংখ্যা প্রকাশিত হয়েছিল। প্রকাশের স্থান ছিল- বেরা, ফরিদপুর। সম্পাদক ছিলেন
শ্যামাচরণ মজুমদার।
- ২. বিজলী (সাপ্তাহিক পত্রিকা)। ১২৯৪
খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে (এপ্রিল-মে ১৮৮৭)। সম্পাদক ছিলেন- পূর্ণচন্দ্র গুপ্ত।
- ৩. বিজলী (সাপ্তাহিক
পত্রিকা)।
১৯২০ খ্রিষ্টাব্দ (১৩২৭ বঙ্গাব্দ) পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি ছিল
চলচ্চিত্র বিষয়ক। পত্রিকাটি
নলিনীকান্ত সরকার,
প্রবোধকুমার সান্যাল,
বারীন্দ্রকুমার ঘোষ, শচ্চিদানন্দ সেনগুপ্ত, অরুণ সিংহ এবং দীনেশ রঞ্জন দাসের
উদ্যোগে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার সম্পাদক প্রায়ই বদল হয়েছে। যেমন-
- নলিনীকান্ত সরকার,
(১৩২৭)
- বারীন্দ্রকুমার ঘোষ ও
শচীন্দ্রনাথ সেনগুপ্ত (১৩২৮)
- শচীন্দ্রনাথ সেনগুপ্ত
(১৩২৯)
- সাবিত্রী প্রসন্ন
চট্টোপাধ্যায় (১৩৩১)
- অরুণ সিংহ ও
দীনেশরঞ্জন দাশ (১৩৩২)]
এর সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নলিনীকান্ত সরকার,
প্রবোধকুমার সান্যাল।
ম্যানেজার ছিলেন অবিনাশ ভট্টাচার্য।
সাপ্তাহিক, সম্পাদক: নলিনীকান্ত সরকার (১৩২৭), বারীন্দ্রকুমার ঘোষ ও
শচীন্দ্রনাথ সেনগুপ্ত (১৩২৮), শচীন্দ্রনাথ সেনগুপ্ত (১৩২৯), অরুণ সিংহ ও
দীনেশরঞ্জন দাশ (১৩৩২)]
১৯২২ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি (শুক্রবার ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ), এই পত্রিকায়
কাজী নজরুল ইসলামের
'
বিদ্রোহী'
কবিতা প্রকাশিত হয়েছিল। এই সময় এই পত্রিকার সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার।
এই কবিতা প্রকাশের পর, প্রথম বার এই পত্রিকার সকল
সংখ্যা বিক্রয় হয়ে যায়। ফলে বিজলীর এই সংখ্যা এক সপ্তাহের ভিতরে দ্বিতীয়বার ছাপা
হয়। কথিত আছে বিজলী'র ওই সংখ্যা দুই বারে মুদ্রিত হয়েছিল ঊনত্রিশ হাজার।