২. বিজলী (সাপ্তাহিক পত্রিকা)। ১২৯৪ খ্রিষ্টাব্দের বৈশাখ মাসে (এপ্রিল-মে ১৮৮৭)। সম্পাদক ছিলেন- পূর্ণচন্দ্র গুপ্ত।
৩. বিজলী (সাপ্তাহিক পত্রিকা)। ১৯২০ খ্রিষ্টাব্দ (১৩২৭ বঙ্গাব্দ) পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি ছিল চলচ্চিত্র বিষয়ক। উদ্যোক্তা নলিনীকান্ত সরকার, বারীন্দ্রকুমার ঘোষ, শচ্চিদানন্দ সেনগুপ্ত, অরুণ সিংহ এবং দীনেশ রঞ্জন দাস। এর সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল। ম্যানেজার ছিলেন অবিনাশ ভট্টাচার্য।