বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
বাংলা ভাষায় মুসলমান সাহিত্যিকদের জন্য প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা।

১৯১৮ খ্রিষ্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি, তৎকালীন 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র  কার্যকরী সভায় একটি সাহিত্যবিষয়ক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এই পত্রিকাটি প্রকাশের জন্য একটি কমিটি গঠিত হয়ছিল। এই কমিটির সদস্যরা ছিলেন-

সভাপতি: কাজী ইমদাদুল হক
সম্পাদক: মুহম্মদ শহীদুল্লাহ মোজাম্মেল হক
সহ-সম্পাদক: মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ, মঈনউদ্দীন হোসায়েন ও কমরেড মোজাফ্ফর আহমদ

১৯১৮ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল (বৈশাখ ১৩২৫), কলকাতার ৪৭/২ মির্জা‌পুর স্ট্রিট থেকে পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। শুরুর দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ মোজাম্মেল হকের যৌথ সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হতো। কিন্তু ১৯২১ খ্রিষ্টাব্দের জুন মাসে  ড. মুহম্মদ শহীদুল্লাহ  ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলে, মোহাম্মদ মোজাম্মেল হকের একক সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। ১৯২৩ খ্রিষ্টাব্দের অক্টোবর মাস পর্যন্ত প্রকাশিত হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

৮০ পৃষ্ঠার এই পত্রিকার দাম ছিল ছয় আনা এবং মুদ্রণ সংখ্যা ছিল ১০০০।