মোটা ভেনাস:
মোটা ভেনাস তৈরি করা হয়েছিল ম্যামোথের দাঁত খোদাই করে। এই ভেনাসগুলোর রয়েছে
বিশাল স্তন, ভারি নিতম্ব ও উরু। পেট বেশ স্ফীত। মোট কথা মাল্টা ভেনাসগুলো
ইউরোপের অন্যান্য অঞ্চলে প্রাপ্ত স্থূল ভেনাসের মত করেই তৈরি করা হয়েছিল। এই
মূর্তিগুলো হয়তো মাতৃদেবী হিসেবে বা উর্বরতা ও যৌনতার অধিকর্তী দেবী হিসেবে
মান্য করা হতো।
সরু
ভেনাস: এগুলো হরিণের শিং খোদাই
করে তৈরি করা হয়েছিল। ফলে স্থূল ভেনাস তৈরির সুযোগ তৈরি হয় নি। উচ্চতার বিচারে
সরু ভেনাসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। সব চেয়ে দীর্ঘ ভেনাসের দৈর্ঘ্য হলো ১৩৬
মিমি। আর ক্ষদ্রতম ভেনাসের দৈর্ঘ্য হলো ৩১মিমি। এর ভিতরে কিছু ভেনাস রয়েছে
৪০-৪৫ মিমি। সূত্র:
https://www.donsmaps.com/gagarino.html