মাল্টা ভেনাস  
(Mal'ta Venuses)


রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রাপ্ত ২৯টি নারী মূর্তিকে সাধারণভাবে মাল্টা ভেনাস নামে অভিহিত করা হয়।
১৯২৮ খ্রিষ্টাব্দে বৈকাল হ্রদের কাছে আঙ্গারা নদীর তীরবর্তী মাল্টা প্রত্নক্ষেত্রে এই মূর্তিগুলো পাওয়া গেছে। প্রাপ্তিস্থানের নামানুসারে এগুলোর নাম রাখা হয়েছে মাল্টা ভেনাস।

ক্রো-ম্যাগনানদের দ্বিতীয় স্তরের গ্রািটিয়ান সভ্যতা প্রায় ২৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তৈরি হয়েছিল। এই ভেনাসগুলো ম্যামোথের দাঁত এবং হরিণের শিং খোদাই করে তৈরি করা হয়েছিল। দৈহিক আকারে বিচারে মাল্টা ভেনাসকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো-

ূত্র:
https://www.donsmaps.com/gagarino.html