পরিবার  : আফ্রো-এশিয়াটিক ভাষা
উপ-পরিবার  : সেমেটিক 
গোষ্ঠী  : দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেমিটিক
ভাষা  : হিব্রু
হিব্রু
সেমেটিক ভাষা পরিবারের উত্তর পশ্চিমাঞ্চলীয় সেমেটিয় ভাষা পরিবারের অন্তর্গত একটি ভাষা বিশেষ। বর্তমানে এটি ইস্রায়েল-এর রাষ্ট্রভাষা।

এই ভাষাটিকে এক সময় মৃত ভাষা হিসেবে গণ্য করা হতো। আনুমানিক ২০০ খ্রিষ্টাব্দের দিকে এই ভাষাটি 'কথিত ভাষা' হিসেবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সে সময়ে হিহুদিরা শুধু ধর্মচর্চার জন্য এই ভাষা ব্যবহার করতো। এছাড়া প্রাচীন আইন ও চিকিৎসা ইত্যাদি কিছু পেশার পণ্ডিতরা এই ভাষা পাঠ করতে পারতেন।

এর ভিতরে হিহুদি ধর্মানুসারিদের প্রচেষ্টায় এই ভাষার পুনরুজ্জীবন ঘটা শুরু হয়েছিল খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীর দিকে। মূলত হিহুদিদের ধর্মগ্রন্থ 'তোরাহ'-এর লেখা হয়েছিল হিব্রু ভাষায়। হিহুদিরা এই গ্রন্থ এবং হিব্রু ভাষায় রচিত অন্যান্য প্রাচীন পাণ্ডুলিপি অনুসরণে এই ভাষার কথ্যরূপের চর্চা শুরু করেছিলেন। এই সূত্রে ধর্মপ্রাণ হিহুদি পরিবারে এই ভাষায় কথা বলা শুরু করেছিলেন। পরে ধীরে ধীরে পুরুষাণুক্রমে অনেক পরিবারে হিব্রু হয়ে উঠেছিল পারিবারিক মাতৃভাষা। ইস্রায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা এসে ইস্রায়েলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই সময় এঁরা তাঁদের মাতৃভাষা পরিত্যাগ করে হিব্রু ভাষায় কথা বলা শুরু করেন। এই সূত্রে ধীরে ধীরে মৃত হিব্রু ভাষা পুনর্জীবন লাভ করেছিল। উল্লেখ্য,  ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্যালেস্টাইনে হিব্রুকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। ১৯৪৮ খ্রিষ্টাব্দে ইস্রায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই সময় হিব্রু ইস্রায়েলের রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা জরিপ অনুসারে এই ভাষার জনসংখ্যা প্রায় ১ কোটি। ২০১২ খ্রিষ্টাব্দের জরিপ মতে-
ইস্রায়েল-এ এই ভাষার জনসংখ্যা ছিল প্রায় ৫০ লক্ষ।

হিব্রু বর্ণমালা
সেমেটিক ভাষা পরিবারের এই ভাষার লিখন পদ্ধতিকে বলা হয় আবজাদ। হিব্রু ভাষায় বর্ণ সংখ্যা ২২টি। এর প্রতিটি বর্ণই ব্যঞ্জনবর্ণ। পাঠক লিখিত বর্ণের সাথে প্রয়োজন মত স্বরবর্ণ যুক্ত করে নেন। এই বর্ণ দ্বারা বাক্য লেখা হয় ডান থেকে বাম দিকে।
 
আলেফ বেত গিমেল দালেত হে ৱাৱ যাইন খ়েত তেত য়োদ কাফ
א ב ג ד ה ו ז ח ט י כ
ך
লামেদ মেম নুন সামেখ আইন পে ৎসাদি ক়ুফ রেশ শিন তাৱ
ל מ נ ס ע פ צ ק ר ש ת
ם ן ף ץ