প্রাগৈতিহাসিক ভাষা
প্রাগ্-ভাষা পরিবার : প্রাগ্ অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা পরিবার : অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা উপ-পরিবার : মোন-খ্‌মের
শাখা :  পূর্বাঞ্চলীয় মোন্-খ্‌মের
উপ-শাখা : খ্‌মের

খ্‌মের
ইংরেজি :
Khmer

অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা নিয়ে গঠিত ভাষা-উপরিবারের নাম হলো মোন্-খ্‌মের
পূর্বাঞ্চলীয় মোন্-খ্‌মের

খমের নামক ভাষার নামানুসারে এই উপশাখার নামকরণ করা হয়েছে। আঞ্চলিকতার বিচারে ভাষা ২টি ভাগে বিভক্ত। এই ভাগ দুটি হলো মধ্যাঞ্চলীয় খমের (Khmer, Central) ও উত্তরাঞ্চলীয় খমের (Khmer, North)

মধ্যাঞ্চলীয় খমের
(Khmer, Central) : এই ভাষার অন্যা নামক্যাম্বোডিয়ান (Cambodian)। মূলত এটি কম্বোডিয়ার সরকারী ভাষা। কম্বোডিয়া ছাড়াও এই ভাষাটি কম্বোডিয়া-সংলগ্ন দেশগুলোর সীমান্তবর্তী এলাকাতেও (ভিয়েৎনাম ও লাওসে) এই ভাষার প্রচলন রয়েছে। বর্তমানে উল্লেখিত অঞ্চল ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এই ভাষার লোকেরা বসবাস করে। ২০০৮ সালের হিসাব অনুসারে এই ভাষার মোট জনসংখ্যা ১,৩২,৭৬,৬৩৯। এর ভিতরে শুধুমাত্র কম্বোডিয়ার জনসংখ্যা ১,২৯,০০,০৬৫। এছাড়া ভিয়েৎনামের লোক সংখ্যা ১০,৫৫,১৭৪ জন। লাওসে খুব সামান্য সংখ্যক এই ভাষার লোক রয়েছে।

আন্তর্জাতিক ভাষা সঙ্কেত : ISO/DIS 639-3: khm

বিদেশি ভাষার শব্দ বা কৃতঋণ শব্দের আধিক্য রয়েছে এই ভাষাতে। এই ভাষার আদিতে ব্যাপক সংস্কৃত শব্দ প্রবেশ করেছিল। খ্রিষ্টীয় ১৫শ শতাব্দীর দিকে বৌদ্ধ ধর্মের প্রভাবে এই ভাষায় প্রচুর পালি শব্দের অনুপ্রবেশ ঘটে। এখনো এই ভাষার শব্দভাণ্ডারে নতুন শব্দ তৈরি বা সংযোজনের জন্য পালির শরণাপন্ন হতে হয়। এই অঞ্চলে ফরাসিদের অনুপ্রবেশের পর, প্রচুর ফরাসি শব্দ এই ভাষাতে ঢুকে পড়ে। তবে ফরাসি ভাষার শব্দ অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান চর্চায় ব্যবহৃত হয়। এছাড়া কোনো কোনো আঞ্চলিক ভাষায় চীনা এবং ভিয়েৎনামী ভাষার শব্দের আধিক্য লক্ষ্য করা যায়।

এই ভাষার শব্দগুলো সাধারণত একটি বা দুটি অক্ষরের
(syllable) সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এই ভাষায় একাধিক ব্যঞ্জনধ্বনি দ্বারা সৃষ্ট অক্ষরের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর ভিতরে অক্ষরের আদিতে, দুটি ব্যঞ্জনধ্বনির সমন্বয়ে তৈরি ৮৫টি যুক্তধ্বনির ব্যবহার লক্ষ্য করা যায়। পক্ষান্তের তিনটি ব্যঞ্জনধ্বনি দ্বারা সৃষ্ট অক্ষরের ব্যবহার লক্ষ্য করা যায়- দুটি ক্ষেত্রে। এই সকল অক্ষরের পরেই বসে একটি স্বরধ্বনি।

এই ভাষার লিখন রীতি প্রায় ১৪০০ বৎসরের পুরানো। খমের-এর সাথে ও বাহনারিক ভাষার উচ্চারণগত বেশ মিল পাওয়া যায়। সেই কারণে কোনো কোনো ভাষাতাত্ত্বিক প্রথম দিকে ধারণা করেছিলেন যে, উভয় ভাষাই হয়তো মোন-খমের ভাষা উপ পরিবারেরই থেকে উৎপন্ন হয়েছে। বর্তমানের ভাষাতাত্ত্বিকরা মনে করেন যে, উভয়ই স্বতন্ত্র ভাষারূপেই বিকশিত হয়েছে। ইউনিকোড কনসোর্টিয়াম এই ভাষার লিপিকে
1700-17FF-এর অন্তর্ভুক্ত করেছে।

দক্ষিণাঞ্চলীয় খমের (Khmer, North) : এই ভাষার অন্য নাম-থাইল্যান্ড খমের (Thailand Khomer), খমের লুয়ে (Khomer Lue)। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের সুরিন (Surin), সিসাকেট (Sisaket), বুরিরাম (Buriram), খোরাট (Khorat) প্রদেশে এই ভাষার লোকেরা বসবাস করে। ২০০০ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে এই ভাষার মোট জনসংখ্যা ১১,১৭,৫৮৮ জন।

এর আন্তর্জাতিক ভাষা সঙ্কেত :
ISO/DIS 639-3: kxm


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/eastern-mon-khmer