অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ইংরেজি :
Austro-Asiatic 
Language Family।
প্রাগ্ 
অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার (
Proto Austro-Asiatic Language Family) 
থেকে উদ্ভব হয়েছে অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার। দক্ষিণপূর্ব এশিয়া, ভারতবর্ষ,
আন্দামান-নিকোবর দ্বীপুঞ্জজুড়ে বিকশিত জাতির ভাষার 
নানা শাখা প্রশাখার সম্মিলিতরূপই হলো অস্ট্রো 
এশিয়াটিক ভাষা। 
১৯৭৪ খ্রিষ্টাব্দে মার্কিন ভাষাতাত্ত্বিক Gérard Diffloth 
এই ভাষা পরিবারের ভাষাগুলোকে দুটি উপ-পরিবারে 
ভাগ করেছিলেন। এই ভাগ দুটি ছিল- মুণ্ডা এবং মন-খ্মের। ২০০৫ খ্রিষ্টাব্দে 
Gérard Diffloth 
এই ভাষা পরিবারের ভাষাগুলোকে পুনরায় বিন্যাস 
করেন।
	
		
			
				- 
				মুণ্ডা
				(Munda)
				। মোট 
				ভাষার সংখ্যা ২৩টি।
					- 
					উত্তর 
					মুণ্ডা
					
					 (North Munda)
					।
					
					মোট ভাষার সংখ্যা 
					১৫টি।
						- কোর্কু (Korku)
- 
						খের্ওয়ারি
						
						(Kherwarian)।
						
						মোট ভাষার সংখ্যা 
						১৪টি। 
						এর ভিতরে তিনটি ভাষা মূল 
						
						খের্ওয়ারি
						ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষাগুলো 
						হলো−
						
						
							- অগারিয়া 
							(Agariya)
- 
							বিজোরি
							(Bijori)
- 
							কোডাকু 
	(kodaku)
 
 বাকি ১১টি ভাষা দুটি ভাগ বিভক্ত।
- 
							মুণ্ডারি (Mundari)  :
							মোট ভাষা সংখ্যা
							৮টি।
								- আসুরি (Asuri)।
- বিরহোর (Birhor)। 
								
- হো (Ho)।
- কোডা (Koda)।
- কোল (Kol)।
- কোর্ওয়া (Korwa)।
- মুণ্ডা (Munda)।
- 
								মুণ্ডারি (Mundari)।
 
- 
							সাঁওতালি (Santali)
							:
	মোট ভাষা সংখ্যা ৩টি।
							
							
								- মাহালি (Mahali)। 
								
- 
								সাঁওতালি (Santali)।
- তুরি (Turi)।
 
 
 
- 
					দক্ষিণ মুণ্ডা (South Munda)
					
					। মোট ভাষার সংখ্যা ৮টি
						- 
						খারিয়া জুয়াং 
						(Kharia–Juang)। 
						মোট ভাষার সংখ্যা ২টি। 
						
							- 
							জুয়াং 
							(Juang)।
- 
							খারিয়া 
							(Kharia)।
 
- 
						কোরাপুট মুণ্ডা (Koraput 
						Munda)। 
						মোট ভাষার সংখ্যা ৬টি। 
						
							- 
							গুতোব-রেমো-গেটা (Gutob-Remo-Geta’)। 
							মোট ভাষার সংখ্যা ৩টি। 
							
								- 
								গেটা (Geta’)
- 
								গুতোব-রেমো (Gutob-Remo)। 
								মোট ভাষার সংখ্যা ২টি। 
								
									- 
									বোন্দো (Bondo)
- 
									গাড়াবা, 
									বোঢ়ো 
									(Gadaba, 
									Bodo)
 
 
- 
							সোরা-জুরে-গোরাম (Sora-Juray-Gorum)। 
							মোট ভাষার সংখ্যা ৩টি। 
							
								- 
								গোরাম (Gorum)
- 
								সোরা-জুরে (Sora-Juray)। 
								মোট ভাষার সংখ্যা ২টি। 
								
									- 
									সোরা (Sora)।
- 
									জুরে (Juray)।
 
 
 
 
 
- 
				
				মন-খ্মের 
				(Mon–Khmer)।
				মোট ভাষার সংখ্যা ১৪৭টি
					- 
					এ্যাস্লিয়ান (Aslian)।
					মোট ভাষার সংখ্যা ১৮টি
						- 
						জাহ হুট (Jah 
						Hut)।
						মোট ভাষার সংখ্যা ১টি।
- 
						উত্তর এ্যাস্লিয়ান (North 
						Aslian)।
						মোট ভাষার সংখ্যা ৮টি।
- 
						সেনোয়িক (Senoic)।
						মোট ভাষার সংখ্যা ৫টি।
- 
						দক্ষিণ এ্যাস্লিয়ান (South 
						Aslian)।
						মোট ভাষার সংখ্যা ৪টি।
 
- 
					
					পূর্বাঞ্চলীয় মোন্-খ্মের
					 
					(Eastern Mon–Khmer)।
					মোট ভাষার সংখ্যা ৬৬টি
						- 
						খমের 
						
	 (Khmer) 
						: এই উপ-শাখায় রয়েছে ২টি ভাষা।
- 
						পিয়ারিক
						(Pearic)  
	: এই উপ-শাখায় রয়েছে ৬টি ভাষা।
- 
						
						বাহ্নারিক 
						(Bahnaric)  
	: এই উপ-শাখায় রয়েছে ৪০টি ভাষা।
	- 
	মধ্যাঞ্চলীয় বাহনারিক 
	(Central Bahnaric) 
	: এই ভাষা-গোত্রে রয়েছে মোট ৫টি ভাষা।
						- আলাক 
						(Alak)
-  
বাহনার  
	(Bahnar) 
	
- রোমাম 
						(Romam)
- টাম্পুয়ন 
						(Tampuan) 
						
 
- উত্তরাঞ্চলীয় বাহনারিক
						(North Bahnaric) 
: এই ভাষা-গোত্রে রয়েছে মোট ১৫টি ভাষা।
- দক্ষিণাঞ্চলীয় বাহনারিক
						(South Bahnaric) 
: এই ভাষা-গোত্রে রয়েছে মোট ৯টি ভাষা।
- পশ্চিমাঞ্চলীয় বাহনারিক
						(West Bahnaric) 
: : এই ভাষা-গোত্রে রয়েছে মোট ১১টি ভাষা।
 
- কাটুইক 
						(Katuic)  
	: এই উপ-শাখায় রয়েছে ১৯টি ভাষা।
 
- মোনিক  
					(Monic)।
					মোট ভাষার সংখ্যা ১টি।
- 
					নিকোবর (Nicobar)।
					মোট ভাষার সংখ্যা ৬টি।
- 
					উত্তরাঞ্চলীয় মন-খমের (Northern 
					Mon-Khmer)
					
					। মোট ভাষার সংখ্যা ৪১টি।
- 
					পালায়ু (Palyu)।
					মোট ভাষার সংখ্যা ২টি।
- 
					দক্ষিণাঞ্চলীয় মোনিক (Southern 
					Monic)।
					মোট ভাষার সংখ্যা ১টি।
- ভিয়েৎ-মুওং
					
					(Viet-Muong)।
					মোট ভাষার সংখ্যা ১০টি।
- 
					অশ্রেণিকৃত ২টি ভাষা
 
   
					- Vietic (includes Vietnamese)
 
- Northern Mon–Khmer
					
				
					- Khasi 
						(Meghalaya, India)
- Palaungic
- Khmuic
 
- Southern Mon–Khmer
					
				
					- Mon
- Aslian (Malaya)
- Nicobarese (Nicobar Islands)
 
 
	 
 
 এই বিন্যাসটি ছিল নিচের ছকের মতো।
	
		
			
			
				- 
				
					- Koraput: 
					7 languages
- Core Munda 
					languages
 
					- 
					
						- 
						Kharian–Juang: 2 languages
- North Munda 
						languages
 
						- Korku
- খের্ওয়ারি 
						(Kherwarian): 12 languages
 
 
				- Khasi–Khmuic 
				languages (Northern Mon–Khmer)
				- 
				
					- Khasian: 
					3 languages of eastern India and Bangladesh
- Palaungo-Khmuic 
					languages
 
					- 
					
						- 
						Khmuic: 13 languages of Laos 
						and Thailand
 
 
				- 
				
					- 
					
						- 
						Palaungo-Pakanic languages
 
						- 
						Pakanic or 
						Palyu: 4 or 5 languages of southern China and 
						Vietnam
- 
						Palaungic: 
						21 languages of Burma, southern China, and Thailand
 
 
				- Nuclear Mon–Khmer 
				languages
				- 
				
					- Khmero-Vietic 
					languages (Eastern Mon–Khmer)
 
				- 
				
					- 
					
					
						- 
						Vietic: 10 languages of 
						Vietnam and Laos, including the Vietnamese language, 
						which has the most speakers of any Austroasiatic 
						language. These are the only Austroasiatic languages to 
						have highly developed tone systems.
- 
						Katuic: 19 languages of Laos, 
						Vietnam, and Thailand.
 
 
				- 
				
					- 
					
						- 
						Khmero-Bahnaric languages
 
						- 
						
							- 
							Bahnaric: 40 languages of 
							Vietnam, Laos, and Cambodia.
- Khmeric 
							languages
 
							- The 
							Khmer dialects of Cambodia, Thailand, and 
							Vietnam.
- 
							Pearic: 6 languages of 
							Cambodia.
 
 
 
				- 
				
					- Nico-Monic 
					languages (Southern Mon–Khmer)
 
					- 
					
						- 
						Nicobarese: 6 languages of the 
						Nicobar Islands, a territory of India.
 
 
				- 
				
					- 
					
					
						- 
						Aslian: 19 languages of 
						peninsular Malaysia and Thailand.
- Monic: 
						2 languages, the Mon language of Burma and the Nyahkur 
						language of Thailand.
 
 
 
	 
 
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/austro-asiatic