অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ইংরেজি :
Austro-Asiatic Language Family
প্রাগ্ অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার ( Proto Austro-Asiatic Language Family) থেকে উদ্ভব হয়েছে অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার। দক্ষিণপূর্ব এশিয়া, ভারতবর্ষ, আন্দামান-নিকোবর দ্বীপুঞ্জজুড়ে বিকশিত জাতির ভাষার নানা শাখা প্রশাখার সম্মিলিতরূপই হলো অস্ট্রো এশিয়াটিক ভাষা।

১৯৭৪ খ্রিষ্টাব্দে মার্কিন ভাষাতাত্ত্বিক Gérard Diffloth এই ভাষা পরিবারের ভাষাগুলোকে দুটি উপ-পরিবারে ভাগ করেছিলেন। এই ভাগ দুটি ছিল- মুণ্ডা এবং মন-খ্‌মের। ২০০৫ খ্রিষ্টাব্দে Gérard Diffloth এই ভাষা পরিবারের ভাষাগুলোকে পুনরায় বিন্যাস করেন।

  • মুণ্ডা (Munda) । মোট ভাষার সংখ্যা ২৩টি।
    • উত্তর মুণ্ডা  (North Munda) মোট ভাষার সংখ্যা ১৫টি।
      • কোর্কু (Korku)
      • খের্‌ওয়ারি (Kherwarian) মোট ভাষার সংখ্যা ১৪টি। এর ভিতরে তিনটি ভাষা মূল খের্‌ওয়ারি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষাগুলো হলো
        • অগারিয়া (Agariya)
        • বিজোরি (Bijori)
        • কোডাকু (kodaku)

          বাকি ১১টি ভাষা দুটি ভাগ বিভক্ত।
        • মুণ্ডারি (Mundari)  : মোট ভাষা সংখ্যা টি।
          • আসুরি (Asuri)
          • বিরহোর (Birhor)
          • হো (Ho)
          • কোডা (Koda)
          • কোল (Kol)
          • কোর্‌ওয়া (Korwa)
          • মুণ্ডা (Munda)
          • মুণ্ডারি (Mundari)
        • সাঁওতালি (Santali) : মোট ভাষা সংখ্যা টি।
    • দক্ষিণ মুণ্ডা (South Munda) । মোট ভাষার সংখ্যা ৮টি
      • খারিয়া জুয়াং (Kharia–Juang)। মোট ভাষার সংখ্যা ২টি।
        • জুয়াং (Juang)
        • খারিয়া (Kharia)
      • কোরাপুট মুণ্ডা (Koraput Munda)। মোট ভাষার সংখ্যা ৬টি।
        • গুতোব-রেমো-গেটা (Gutob-Remo-Geta’)। মোট ভাষার সংখ্যা ৩টি।
          • গেটা (Geta’)
          • গুতোব-রেমো (Gutob-Remo)। মোট ভাষার সংখ্যা ২টি।
            • বোন্দো (Bondo)
            • গাড়াবা, বোঢ়ো (Gadaba, Bodo)
        • সোরা-জুরে-গোরাম (Sora-Juray-Gorum)। মোট ভাষার সংখ্যা ৩টি।
          • গোরাম (Gorum)
          • সোরা-জুরে (Sora-Juray)। মোট ভাষার সংখ্যা ২টি।
            • সোরা (Sora)।
            • জুরে (Juray)।
  • মন-খ্‌মের (Mon–Khmer)মোট ভাষার সংখ্যা ১৪৭টি
    • এ্যাস্লিয়ান (Aslian)। মোট ভাষার সংখ্যা ১টি
      • জাহ হুট (Jah Hut)। মোট ভাষার সংখ্যা ১টি
      • উত্তর এ্যাস্লিয়ান (North Aslian)। মোট ভাষার সংখ্যা টি
      • সেনোয়িক (Senoic)। মোট ভাষার সংখ্যা টি
      • দক্ষিণ এ্যাস্লিয়ান (South Aslian)। মোট ভাষার সংখ্যা টি
    • পূর্বাঞ্চলীয় মোন্-খ্‌মের (Eastern Mon–Khmer)মোট ভাষার সংখ্যা ৬৬টি
      • খমের (Khmer) : এই উপ-শাখায় রয়েছে ২টি ভাষা।
      • পিয়ারিক (Pearic)  : এই উপ-শাখায় রয়েছে ৬টি ভাষা।
      • বাহ্‌নারিক (Bahnaric)  : এই উপ-শাখায় রয়েছে ৪০টি ভাষা।
        • মধ্যাঞ্চলীয় বাহনারিক (Central Bahnaric) : এই ভাষা-গোত্রে রয়েছে মোট টি ভাষা।
          • আলাক (Alak)
          • বাহনার (Bahnar)
          • রোমাম (Romam)
          • টাম্পুয়ন (Tampuan)
        • উত্তরাঞ্চলীয় বাহনারিক (North Bahnaric) : এই ভাষা-গোত্রে রয়েছে মোট ১৫টি ভাষা।
        • দক্ষিণাঞ্চলীয় বাহনারিক (South Bahnaric) : এই ভাষা-গোত্রে রয়েছে মোট ৯টি ভাষা।
        • পশ্চিমাঞ্চলীয় বাহনারিক (West Bahnaric) : : এই ভাষা-গোত্রে রয়েছে মোট ১১টি ভাষা।
      • কাটুইক (Katuic)  : এই উপ-শাখায় রয়েছে ১৯টি ভাষা।
    • মোনিক  (Monic)। মোট ভাষার সংখ্যা ১টি
    • নিকোবর (Nicobar)। মোট ভাষার সংখ্যা টি
    • উত্তরাঞ্চলীয় মন-খমের (Northern Mon-Khmer) মোট ভাষার সংখ্যা ৪১টি
    • পালায়ু (Palyu)মোট ভাষার সংখ্যা টি
    • দক্ষিণাঞ্চলীয় মোনিক (Southern Monic)মোট ভাষার সংখ্যা ১টি।
    • ভিয়েৎ-মুওং (Viet-Muong)। মোট ভাষার সংখ্যা ১০টি।
    • অশ্রেণিকৃত ২টি ভাষা

     

    • Vietic (includes Vietnamese)
  • Northern Mon–Khmer
    • Khasi (Meghalaya, India)
    • Palaungic
    • Khmuic
  • Southern Mon–Khmer
    • Mon
    • Aslian (Malaya)
    • Nicobarese (Nicobar Islands)

 এই বিন্যাসটি ছিল নিচের ছকের মতো।

  • Munda languages (India)
  • Koraput: 7 languages
  • Core Munda languages
  • Kharian–Juang: 2 languages
  • North Munda languages
Korku
খের্‌ওয়ারি (Kherwarian): 12 languages
  • Khasi–Khmuic languages (Northern Mon–Khmer)
  • Khasian: 3 languages of eastern India and Bangladesh
  • Palaungo-Khmuic languages
  • Khmuic: 13 languages of Laos and Thailand
  • Palaungo-Pakanic languages
Pakanic or Palyu: 4 or 5 languages of southern China and Vietnam
Palaungic: 21 languages of Burma, southern China, and Thailand
  • Nuclear Mon–Khmer languages
  • Khmero-Vietic languages (Eastern Mon–Khmer)
  • Vieto-Katuic languages ?
Vietic: 10 languages of Vietnam and Laos, including the Vietnamese language, which has the most speakers of any Austroasiatic language. These are the only Austroasiatic languages to have highly developed tone systems.
Katuic: 19 languages of Laos, Vietnam, and Thailand.
  • Khmero-Bahnaric languages
  • Bahnaric: 40 languages of Vietnam, Laos, and Cambodia.
  • Khmeric languages
The Khmer dialects of Cambodia, Thailand, and Vietnam.
Pearic: 6 languages of Cambodia.
  • Nico-Monic languages (Southern Mon–Khmer)
  • Nicobarese: 6 languages of the Nicobar Islands, a territory of India.
  • Asli-Monic languages
Aslian: 19 languages of peninsular Malaysia and Thailand.
Monic: 2 languages, the Mon language of Burma and the Nyahkur language of Thailand.

সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/austro-asiatic