প্রাগৈতিহাসিক ভাষা
প্রাগ্-ভাষা পরিবার : প্রাগ্ অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা পরিবার : অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা উপ-পরিবার : মোন-খ্‌মের
শাখা :  পূর্বাঞ্চলীয় মোন্-খ্‌মের
উপ-শাখা :
গোত্র : মধ্যাঞ্চলীয় বাহনারিক

মধ্যাঞ্চলীয় বাহ্‌নারিক
ইংরেজি :
Central Bahnaric

অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা নিয়ে গঠিত ভাষা-উপরিবারের নাম হলো মোন্-খ্‌মের
পূর্বাঞ্চলীয় মোন্-খ্‌মের। এই উপ-শাখায় রয়েছে ৪০টি ভাষা। এই ভাষাগুলোর গঠনগত বৈশিষ্ট্য বিচার করে ধারণা করা হয়েছে যে, প্রায় ৩০০০ বছর আগে আদি বাহনারিক ভাষা ভেঙে  বাহনারিক উপ-শাখার উদ্ভব হয়েছিল।

আঞ্চলিকতার বিচারে এই ভাষাগুলোকে চারটি গোত্রে ভাগ করা হয়েছে। এরই একটি গোত্র হলো মধ্যাঞ্চলীয় বাহনারিক। এই ভাষা-গোত্রে রয়েছে মোট ৫টি ভাষা। এই ভাষাগুলো হলো-আলাক
(Alak), বাহনার (Bahnar), লামাম (Lamam), রোমাম (Romam) ও টাম্পুয়ান (Tampuan)


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/bahnaric