মধ্যাঞ্চলীয় বাহ্নারিক
ইংরেজি :
Central Bahnaric।
অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর
ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা নিয়ে গঠিত ভাষা-উপরিবারের নাম হলো
মোন্-খ্মের।
পূর্বাঞ্চলীয় মোন্-খ্মের।
এই উপ-শাখায় রয়েছে ৪০টি ভাষা। এই ভাষাগুলোর গঠনগত বৈশিষ্ট্য বিচার করে ধারণা করা
হয়েছে যে, প্রায় ৩০০০ বছর আগে আদি বাহনারিক ভাষা ভেঙে বাহনারিক উপ-শাখার
উদ্ভব হয়েছিল।
আঞ্চলিকতার বিচারে এই ভাষাগুলোকে চারটি গোত্রে ভাগ করা হয়েছে। এরই একটি গোত্র হলো
মধ্যাঞ্চলীয় বাহনারিক। এই ভাষা-গোত্রে রয়েছে মোট ৫টি ভাষা। এই ভাষাগুলো হলো-আলাক
(Alak),
বাহনার (Bahnar),
লামাম (Lamam),
রোমাম (Romam)
ও টাম্পুয়ান (Tampuan)।
-
আলাক
(Alak)
: এর অন্য নাম‒
হ্রলাক
(Hrlak)। লাওসের মধ্যাঞ্চলের দক্ষিণাংশের
সারাভান
(Saravan)
এবং সেকোং
(Sekong)
প্রদেশে এই ভাষার মানুষষ বসবাস করে। এই ভাষার সাথে বাহনার, টাম্পুয়ন, লামাম
ভাষার সাথে বেশ মিল আছে। ২০০০ খ্রিষ্টাব্দের হিসাব
অনুসারে এর জনসংখ্যা মাত্র ছিল ৪,০০০। এর আন্তর্জাতিক ভাষা সঙ্কেত
ISO/DIS 639-3:
alk
।
-
বাহনার
(Bahnar)
: এর অন্য নাম‒
বানা
(Bana)। ভিয়েৎনামের গিয়া লাই
(Gia Lai), কোন
তুম
(Kon Tum), বিনহ ডিনহ
(Binh Dinh), ফু ইয়েন(Phu Yen)
অঞ্চল এই ভাষার লোকেরা
বসবাস করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের হিসাব মতে এই ভাষার লোকসংখ্যা ১৫৮,৪৫৬ জন। এর আন্তর্জাতিক
ভাষা সঙ্কেত ISO/DIS 639-3: bdq।
-
লামাম
(Lamam) : এর অন্য নাম‒
ল্মাম
(Lmam)। ভিয়েৎনামের উত্তরপূর্ব
সীমান্তের কাছে এরা বসবাস করে। ১৯৮১ খ্রিষ্টাব্দের হিসাব মতে- এই ভাষার লোকসংখ্যা ১,০০০ জন। এর আন্তর্জাতিক
ভাষা সঙ্কেত
ISO/DIS 639-3: lmm।
-
রোমাম
(Romam)
: ভিয়েৎনাম কম্বোডিয়ার সীমান্ত বরাবর এই ভাষার লোকেরা বসবাস করে। ১৯৯৩
খ্রিষ্টাব্দের হিসাব মতে- এই ভাষার লোকসংখ্যা ২৫০ জন। এর আন্তর্জাতিক ভাষা সঙ্কেত
ISO/DIS 639-3: rmx।
- টাম্পুয়ন
(Tampuan)
: এর অন্যান্য নাম- টাম্ফুয়ান
(Tamphuan), টাম্পুয়েন
(Tampuen),
টাম্পুয়ন (Tampuon), খা টাম্পুয়ন
(Kha Tampuon), কাম্পুয়ন
(Campuon), প্রুন
(Proon),
টুন্স (Ptoons)। উত্তর-পূর্ব কম্বোডিয়ার সীমান্ত এলাকা, দক্ষিণ ব্রাও
(South Brao), পশ্চিম জারাই
(jarai), মধ্য রতনাকিরি
(Ratanakiri)
প্রদেশে এই ভাষার লোকেরা বসবাস করে। ১৯৯৮ খ্রিষ্টাব্দের হিসাব মতে জনসংখ্যা ছিল ২৫,০০০ জন। এর আন্তর্জাতিক
ভাষা সঙ্কেত ISO/DIS 639-3: tpu।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/bahnaric