প্রাগৈতিহাসিক
ভাষা |
বাহ্নারিক
ইংরেজি :
Pearic।
অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর
ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা নিয়ে গঠিত ভাষা-উপরিবারের নাম হলো
মোন্-খ্মের।
পূর্বাঞ্চলীয় মোন্-খ্মের।
বাহ্নার ভাষার নামানুসরে এই ভাষা গোত্রের নামকরণ করা হয়েছে বাহ্নারিক।
এই উপ-শাখার ভিতরে রয়েছে ৪০টি ভাষা। এই
ভাষা-উপগোষ্ঠীর লোকেরা এশিয়ার ইন্দো-চীন অঞ্চলে বসবাস করে থাকে। বিশেষ করে
ভিয়েৎনাম, কম্বোডিয়া এবং লাওসের প্রায় ৭০০,০০০ লোক এই সকল ভাষায় কথা বলে।
এই ভাষাগুলোর গঠনগত বৈশিষ্ট্য বিচার করে ধারণা করা হয়েছে যে, প্রায় ৩০০০ বছর আগে
আদি বাহনারিক ভাষা ভেঙে বর্তমান বাহনারিক ভাষা-উপগোষ্ঠীর ভাষাগুলোর উদ্ভব হয়েছিল।
আঞ্চলিকতার বিচারে এই ভাষাকে চারটি গোত্রে ভাগ করা হয়েছে। এই ভাগগুলি হলো-
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/bahnaric