প্রাগৈতিহাসিক
ভাষা |
পূর্বাঞ্চলীয় মোন্-খ্মের
ইংরেজি :
Mon-Khmer।
অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর
ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা নিয়ে গঠিত ভাষা-উপরিবারের নাম হলো
মোন্-খ্মের।
পূর্বাঞ্চলীয় মোন্-খ্মের
৬৭টি। এই ৬৭টি ভাষাকে
৪টি ভাষা উপ-শাখায় ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো‒
এই ভাষা উপ-শাখার লোকেরা বাস করে দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়া, লাওস, ভিয়েৎনাম এবং থাইল্যান্ডে।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/eastern-mon-khmer