প্রাগ্-
অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবারপ্রায় ২ লক্ষ বৎসর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে আধুনিক Homo sapiens (হোমো স্যাপিয়েন্স)-এর আবির্ভাব ঘটে। প্রায় ১ লক্ষ ৯৫ হাজার বৎসর আগে আফ্রিকার উৎপত্তিস্থল অন্যত্র ছড়িয়ে পড়া শুরু করে। ১ লক্ষ ২৫ হাজার বৎসরের দিকে এরা ইথিওপিয়া সংলগ্ন ইরিত্রিয়া, সুদান এবং মিশরের দিকে ছড়িয়ে পড়া শুরু করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মানুষ এশিয়ায় ও ইউরোপের দিকে চলে আসে। আফ্রিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতবর্ষে আগত প্রথম নৃগোষ্ঠীকে নেগ্রিটো জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। নেগ্রিটোদের পরে এশিয়ার দক্ষিণাংশে আরও এক শ্রেণির মানুষের আগমন ঘটে। এদেরকে বলা হয় প্রোটো-অস্ট্রালয়েড নৃগোষ্ঠী। নেগ্রিটো এবং প্রোটো-অস্ট্রালয়েডদের সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে অস্ট্রিক জাতির সৃষ্টি হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রোটো-অস্ট্রালয়েডদেরই প্রাধান্য লাভ করেছিল। পরবর্তীকালে এদের সাথে মোঙ্গলীয়দের মিশ্রণ যতটা গভীরভাবে হয়েছিল, ভারতবর্ষে ততটা ঘটেনি। ভারতবর্ষসহ দক্ষিণপূর্ব এশিয়ায় প্রোটো-অস্ট্রালয়েডদের ভাষা ছড়িয়ে পড়েছিল। প্রাচীনকালের সেই সকল ভাষার সমষ্টিগত রূপকে প্রাগ্-অস্ট্রো-এশিয়াটিক নামে অভিহিত করা হয়। আর ঐতিহাসিক যুগের অবিভাজিত ভাষাকে ভাষাবিজ্ঞানীরা 'অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার' নামে চিহ্নিত করেছেন।
ভারতবর্ষে নেগ্রিটো এবং প্রোটো-অস্ট্রালয়েডদের সংমিশ্রণে সৃষ্ট অস্ট্রিক জাতির আদি ভাষাকে প্রাগ্-অস্ট্রিক ভাষা হিসেবে বিবেচনা করা হয়। আর ভারতের সকল প্রাগ্- অস্ট্রিক ভাষার সমষ্টিগত নাম হিসেবে উল্লেখ করা হয়, প্রাগ্- অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার। এই ভাষা পরিবারের ঐতিহাসিক নমুনা অনুসারে পরবর্তী ধাপ হিসেবে উল্লেখ করা হয় অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার। এক কথায় প্রাগ্-অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার থেকে জন্ম নিয়েছে অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/afro-asiatic-0