কাষ্ঠ-উদ্ভিদ
শক্তকলাতন্ত্রযুক্ত উদ্ভিদ। এর দেহকাণ্ড এই কাষ্ঠময় অংশ দিয়ে গঠিত থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{কাষ্ঠ উদ্ভিদ |
ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
woody plant, ligneous plant
ব্যাখ্যা:
দেহকাণ্ড এই কাষ্ঠময় অংশ দিয়ে গঠিত থাকে। এর ভিতরে পাওয়া যায়- বৃক্ষ ও গুল্ম।
-
বৃক্ষ (tree):
দীর্ঘ, গুঁড়ি থেকে উদ্গত একাধিক সমম্বিত জিমনোস্পার্ম্স্ বা এনজিওসপার্ম্স্
জাতীয় কাষ্ঠ-উদ্ভিদের একটি শ্রেণি বিশেষ।