সংকর ধাতু
একাধিক মৌলিক ধাতু বা মিশ্র ধাতুর সমন্বয়ে সৃষ্ট মিশ্র ধাতু।
ঊর্ধ্বক্রমবাচকতা  { সংকর ধাতু | মিশ্র পদার্থ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: alloy, meta
 

ব্যাখ্যা: একাধিক মৌলিক ধাতু বা মিশ্র ধাতুর সংমিশ্রণে সৃষ্ট ধাতুকে সাধারণভাবে সংকর ধাতু বলা হয়। সংকর ধাতুর ভিতরে একটি প্রধান  ধাতু থাকে। এই প্রধান ধাতুর বিচারে সংকর ধাতুকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। যেমন-