মিশ্র পদার্থ
একাধিক বস্তুর মিশ্রণে যে পদার্থ তৈরি হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা  { মিশ্র পদার্থ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: mixture
 

ব্যাখ্যা: একাধিক বস্তুর মিশ্রণে সৃষ্ট পদার্থ। এই জাতীয় পদার্থে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সৃষ্টি হয় না। মিশ্র পদার্থের ভিতরে মৌলিক পদার্থগুলো নিজ নিজ ধর্ম অনুসারে কাজ করে, কিন্তু ফলাফল পাওয়া যায় ওই সকল পদার্থের গড় ধর্মে। মিশ্র পদার্থ কঠিন, তরল, বায়বীয়, গুঁড়া হিসেবে থাকতে পারে।