আলোক-উৎস
 দৃশ্যমান বিদ্যুৎ - চুম্বকীয় বিকিরণ প্রদায়ী ডিভাইস
ঊর্ধ্বক্রমবাচকতা {আলোক-উৎস | ডিভাইস | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
source of illumination
ব্যাখ্যা: আলোক-প্রদায়ী এমন এক প্রকার ডিভাইস, যা আলো প্রদানের উৎস হিসেবে কাজ করে। এখানে আলোক প্রদায় ডিভাইস হলো- রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে আলো উৎপন্ন হয়। এই বিচারে জোনকির আলো, তারার, অগ্ন্যূৎপাতের আলো ইত্যাদি হতে পারে। এর ভিতরে কৃত্রিমভাবে আলোক-প্রদায়ী ডিভাসকে বাতি বলা হয়।