কর্কীয় শিলা
বালু সমৃদ্ধ
শিলচূরণের অধঃক্ষেপ দিয়ে সৃষ্ট পাললিক শিলা
ঊর্ধ্বক্রমবাচকতা
{কর্কীয়
শিলা
| পাললিক শিলা
|
শিলা
|
স্পর্শনীয় বস্তু
|
বস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
arenaceous rock ।
ব্যাখ্যা: কর্কীয় শিলা নানা ধরনের হতে পারে। যেমন-
বেলে পাথর (sandstone): মণিকা বা কাদার সমন্বয়ে সৃষ্ট কর্কীয় শিলা।