বিচার-প্রক্রিয়া
সিদ্ধান্তসমূহের ভিতর থেকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা {  | বিচার-প্রক্রিয়া | চিন্তন | উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: decision making, deciding

ব্যাখ্যা: জ্ঞান চর্চার কারণে মানুষের মনোজগতে যে প্রক্রিয়া সচল হয়ে উঠে, তাকে সাধারণভাবে বলা হয় জ্ঞান-প্রক্রিয়া (cognitive process)। কিছু মানুষ সাধারণ জ্ঞানের বাইরে গিয়ে নতুন কিছু ভাবে। সেই ভাবনা থেকে জন্ম নেয়, উচ্চতর জ্ঞান চর্চা। সত্তাতত্ত্বে একে বলা হয় উচ্চতর জ্ঞান প্রক্রিয়া (higher cognitive process)। জ্ঞানী এই প্রক্রিয়া সাধারণজ্ঞানকে অবলম্বন করে উচ্চতর জ্ঞানমার্গে পৌঁছাতে চায়। মূলত পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার করে নতুন সমস্যা সমাধানের প্রচেষ্টার দ্বারা সৃষ্ট উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া। এর ভিতর দিয়ে উদ্ভব ঘটে চিন্তন প্রক্রিয়া। উল্লেখ্য, চিন্তন প্রক্রিয়ার ভিতর দিয়ে মানুষ সমস্যা সমাধানের  পথে অগ্রসর হয়। সমস্যার সমাধান হোক বা না হোক, উভয় ক্ষেত্রে একটি সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এসে দাঁড়ায়। যদিও চিন্তনের সূত্রেই সিদ্ধান্ত আসে কিন্তু  উভয়ই উচ্চতর জ্ঞান প্রক্রিয়ার অংশজাত প্রক্রিয়া।

উচ্চতর জ্ঞান প্রক্রিয়ার অংশ হিসেবে নানা ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ধরা যাক, একটি ছোটো নদীর ওপারে যাওয়ার জন্য একটি লোক দাঁড়িয়ে আছে। এখানে সমস্যা হলো ওপারে যাওয়া। কিভাবে তাড়াতাড়ি ওপারে যাওয়া যায়, এই সূত্রে চিন্তন কার্য শুরু হলো তার মনোজগতে। প্রথমে সিদ্ধান্ত নিলো কোনো নৌকার জন্য অপেক্ষা করা, সিদ্ধান্ত নিলো সাঁতরে পার হয়ে যাওয়া। অর্থাৎ আপাতত তার কাছে দুটি সিদ্ধান্তই গ্রহণযোগ্য মনে হলো। এবার সে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্তটি গ্রহণ করবে। এইভাবে উপযুক্ত সিদ্ধান্ত নির্বাচনের প্রক্রিয়াটি হবে বিচার-প্রক্রিয়া।