ব্যাখ্যা:
জ্ঞান চর্চার কারণে মানুষের মনোজগতে যে প্রক্রিয়া সচল হয়ে উঠে, তাকে সাধারণভাবে বলা
হয় জ্ঞান-প্রক্রিয়া (cognitive
process)। কিছু মানুষ সাধারণ
জ্ঞানের বাইরে গিয়ে নতুন কিছু ভাবে। সেই ভাবনা থেকে জন্ম নেয়, উচ্চতর জ্ঞান চর্চা।
সত্তাতত্ত্বে একে বলা হয় উচ্চতর জ্ঞান প্রক্রিয়া (higher
cognitive process)। জ্ঞানী এই
প্রক্রিয়া সাধারণজ্ঞানকে অবলম্বন করে উচ্চতর জ্ঞানমার্গে পৌঁছাতে চায়।
মূলত পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার করে নতুন সমস্যা সমাধানের প্রচেষ্টার দ্বারা সৃষ্ট
উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া।
উচ্চতর
জ্ঞান-প্রক্রিয়ার ভিতর দিয়ে সমস্যার যথাযথ সমাধানের চেষ্টার দ্বারা উদ্ভব ঘটে
চিন্তন। আবার এরই মধ্য মানুষ যে স্থিতিশীল দশায় পৌঁছায় তা হলো তার সিদ্ধান্ত। এর
মধ্য দিয়ে জন্ম নেয়- চিন্তন, সিদ্ধান্ত, সুপ্রজ্ঞা।