সুপ্রজ্ঞা
একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট চেতনা।
ঊর্ধ্বক্রমবাচকতা {  সুপ্রজ্ঞা | উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান-প্রক্রিয়া | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: knowing

ব্যাখ্যা: ইংরেজি ভাষায় একটি সাধারণ শব্দ knowing দিয়ে চিহ্নিত করা হয়। কিন্তু সত্তাতত্ত্বে এই শব্দটি গভীর অর্থ বহন করে। তাই একে বাংলায় সুপ্রজ্ঞা নাম দেওয়া হয়েছে। কিছু মানুষ সাধারণ জ্ঞানের বাইরে গিয়ে নতুন কিছু ভাবে। সেই ভাবনা থেকে জন্ম নেয়, উচ্চতর জ্ঞান চর্চা। সত্তাতত্ত্বে একে বলা হয় উচ্চতর জ্ঞান প্রক্রিয়া (higher cognitive process)। জ্ঞানী এই প্রক্রিয়া সাধারণজ্ঞানকে অবলম্বন করে উচ্চতর জ্ঞানমার্গে পৌঁছাতে চায়। মূলত পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার করে নতুন সমস্যা সমাধানের প্রচেষ্টার দ্বারা সৃষ্ট উচ্চতর জ্ঞান-প্রক্রিয়া। এর ফলে কোনো বিষয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণার জন্ম দেয়। এর ফলে সৃষ্ট জ্ঞান থেকে জন্ম নেয় সুপ্রজ্ঞা। আর এই সুপ্রজ্ঞা থেকে জন্ম নেয় সুনির্দিষ্ট বিষয়ে সম্পর্কে সচেতনতা। এই সচেতনতা থেকে মনে চৈতন্যের উদয় হয় ।