জ্ঞাতি
বংশগতির ধারায় যাদের সাথে প্রত্যক্ষভাবে রক্তের সম্পর্ক আছে।
ঊর্ধ্বক্রমবাচকতা {  | জ্ঞাতি | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
blood relation, blood relative, cognate, sib


ব্যাখ্যা: পিতৃকুল ও মাতৃকুল মিলে যে বিশাল আত্মীয়বর্গের সৃষ্টি হয়, তাকে বলা হয় জ্ঞাতিগোষ্ঠী। কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে 'পিতার পিতা' এই সূত্রের ধারাবাহিকতায় প্রতিষ্ঠা পেয়েছে 'পূর্বপুরুষ' ধারণা।