চেতনা
কোনো পরিস্থিতি বা নিজের সম্পর্কে সুপ্রজ্ঞাজাত মনোগত দশা।
ঊর্ধ্বক্রমবাচকতা { চেতনা |  সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:  consciousness

ব্যাখ্যা: চেতনাকে সাধারণভাবে বোধ হিসেবে বিবেচনা করা হয়। বোধ নানা ধরনের হয়ে থাকে। যেমন- আনন্দের বোধ, দুঃখবোধ, যৌনবোধ ইত্যাদি