বিড়াল পরিবার
গুটানো নখরযুক্ত সরু দেহী গোলাকার মাথাযুক্ত শ্বাপদী স্তন্যপায়ী প্রাণীসমূহের
সমন্বিত নাম।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ বিড়াল পরিবার |
মাংসাশী |
অমরাযুক্ত স্তন্যপায়ী |
স্তন্যপায়ী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
ইংরেজি:
carnivore
ব্যাখ্যা: জীব জগতে নানা ধরনের মাংসাশী প্রাণী দেখা যায়। যেমন-
cat, true cat)
বিড়াল-পরিবারের স্তন্যপায়ী প্রাণী; সাধারণত এদের আছে ঘন নরম পশম এবং গর্জন করার ক্ষমতা নাই: গৃহপালিত বিড়াল বা বনবিড়াল।
বৃহৎ বিড়াল
(big cat, cat)
: বিভিন্ন বৃহৎ বিড়ালসমূহের যে কোনোটি, সাধারণ এরা গর্জন করে এবং বন্য পরিবেশে বসবাস করে।