আগ্নেয়াস্ত্র
বারুদের
বিস্ফোরণের সাহায্যে উচ্চ গতিতে বুলেট নিক্ষেপক অস্ত্র। অগ্নিসহ অস্ত্র হিসেবে
এর নাম আগ্নেয়াস্ত্র।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ আগ্নেয়াস্ত্র | বন্দুক|
অস্ত্র
|
যন্ত্র |
ডিভাইস
|
যন্ত্রীকরণ
|
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
firearm,
piece, small-arm।
ব্যাখ্যা: নানা ধরনের বন্দুক ব্যবহৃত হয়। এর মধ্যে কিছু বন্দুক আছে, যেগুলো বাতাসের চাপ ব্যবহার করে গুলি, তীর, জল ইত্যাদি নিক্ষেপ করা হয়। কিছু বন্দুকে বারুদ বা বারুদের সাহায্যে গুলি নিক্ষেপ করা হয়। এর ভিতরে বারুদের বিস্ফোরণের সাহায্যে উচ্চ গতিতে গুলিনিক্ষেপক অস্ত্রকে আগ্নেয়াস্ত্র বলা হয়। এছাড়া অগ্নিসহ অস্ত্র হিসেবেও এর নাম আগ্নেয়াস্ত্র।