বীরুৎ
স্থায়ী কাষ্ঠাল কাণ্ড থাকে না। এদের কিছু ফুলের জন্য বাগানে লাগানো হয়, কিছু ঔষধী গাছ হিসেবে ব্যবহার করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {| বীরুৎ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
herb, herbaceous plant
ব্যাখ্যা: এই জাতীয় উদ্ভিদের স্থায়ী কাণ্ড থাকে না। কিন্তু অস্থায়ীভাবে কাষ্ঠাল কাণ্ড দেখা যায়। কাষ্ঠাল কাণ্ডের প্রকৃতি হিসেবে বীরুৎকে নানা ভাগে ভাগ করা হয়। যেমন-