প্রতিবন্ধকতা
এমন কোনো বিষয়, যা কোনো কার্যকলাপকে ব্যাহত বা বিলম্বিত করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{প্রতিবন্ধকতা ।
জটিলতা ।
প্রজ্ঞা-উপাদান।
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
hindrance, hinderance, deterrent, impediment, balk, baulk, check, handicap
ব্যাখ্যা: মানুষের জ্ঞানের মাধ্যমে যখন প্রজ্ঞায়্ কোনো কোন বিষয় বিশেষ
ভূমিকা রাখে। যেমন শিক্ষাগ্রহণে জ্ঞানীয় উপাদান যেমন মনোযোগ, স্মরণশক্তি, এবং সমস্যার সমাধান করার ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক্ষেত্রে প্রজ্ঞা-উপাদন সহজ জটিল হতে পারে।
(obstacle, obstruction):
এমন কোনো
বিমূর্ত বিষয়, যা অগ্রগতির পধ রুদ্ধ্ করে দেয়।
যাকে এড়িয়ে বা
জয় করে এগুতে হয় হয়।