অশ্ববাহিত যান
এমন চক্রযান যা, এক বা একাধিক অশ্ব দ্বারা বাহিত হয়ে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{অশ্ববাহিত যান ।
চক্রযান ।
বাহন |
যন্ত্রীকরণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
horse-drawn vehicle
ব্যাখ্যা: চক্রযান নানা ধরণের হতে পারে। এই সকল যান চলার
জন্য যন্ত্র, পশু, মানুষ ব্যবহৃত হয়। এই বিচারে এই বাহন হতে পারে-