জ্ঞানতথ্য
জ্ঞানের চর্চা, অভিজ্ঞতা বা নির্দেশনা অনুসারে অর্জিত তথ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জ্ঞানতথ্য |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
cognition, knowledge, noesis
ব্যাখ্যা: মানুষ যখন জ্ঞানের চর্চা করে, তখন তার ভিতরে
অজস্র তথ্যাদি স্মৃতিতে জমা হয়। এই চর্চার ভিতর দিয়ে মানুষের মনে অভিজ্ঞতার জন্ম হয়।
তখন তথ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয় নতুন তথ্য। এই তথ্যটিই হলো- জ্ঞানতথ্য।
(fact)
: কোনো বিদ্যমান
বা ঘটিত বিষয় সম্পর্কে এমন একটি খণ্ডিত জ্ঞানতথ্য।