খনি
ভূগর্ভস্থ প্রয়োজনী দ্রব্য সংগ্রহের জন্য
খননকার্যের দ্বারা সৃষ্ট গহ্বর।
ঊর্ধ্বক্রমবাচকতা { খনি | খনিত গহ্বর | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: excavation

ব্যাখ্যা: ভূগর্ভস্থ প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের জন্য মানুষ মাটি খনন করে। এই খনিত গহ্বর এবং এর দ্বারা প্রাপ্ত সম্পদের একক নাম খনি। খনি থেকে নানা ধরনের দ্রব্য উত্তোলিত হয়। এর ভিতরে সবচেয়ে বেশি যে দ্রব্য পাওয়া যায়, তার নামে খনির নামকরণ হয়। যেমন কয়লার খনি. লোহার খনি, তামার খনি ইত্যাদি।